WORLD বাংলা NEWS এর পক্ষ থেকে জন্মদিন এর শুভেচ্ছা কবি মুহাম্মাদ নুরুল কবির করিমী কে

- আপডেট সময় : ০৬:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

নিরবিতে নীরবে গাছ তলায় বসে কবিতা লিখছেন কবি মুহাম্মাদ নুরুল কবির করিমী। মুহাম্মদ নুরুল কবির করিমী একজন ব্যতিক্রম ধারার গুণী (কবি, লেখক, সাহিত্যিক) আধূনিক বাংলা সাহিত্যে এখনকার কবি সাহিত্যিকদের মধ্যে যে ক’জন কবি, লেখক,সাহিত্যিক ইতিমধ্যে লেখা-লেখির জগতে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছেন- তাঁদের মধ্যে- মুহাম্মদ নুরুল কবির করিমী বেশ সিদ্ধ হস্ত। স্বকীয় বৈশিষ্ট্যের জন্যে তিনি পাঠক-শুভানুধ্যায়ীদের সুদৃষ্টিও আকর্ষণ করতে পেয়েছেন বলা যায় চমৎকার ভাবে।
কবির জন্মঃ ১৯৬৬ খ্রিঃ কক্সবাজার জেলার চকরিয়ায়। তিনি চট্টগ্রাম শহরেই বড় হয়েছেন। পেশায় তিনি একজন শিক্ষক হলেও লেখা লেখি করেন ছাত্র জীবণ থেকেই । তার প্রথম লেখা- নির্যাতিত ফিলিস্তিন বাসীর জন্যে- এটি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয় ১৯৮২ সালে। কবিতার ক’টি লাইন নিম্নরূপঃ
কবিতাঃ খোদার যোদ্ধারা সাজ
আর কতোকাল ঘুমোবেরে মুসলিম-
লাখ কোটি তাজা প্রাণ,
তোপ-কামানের হুঙ্কারে আজ-
কাঁপছে খোদার সারা জাহান।
কাফির বেদুইন করেছে ঘেরাও
ইরিত্রিয়া,প্যালেষ্টাইন,আফগান-
ভ্রাতৃ বন্ধনে কাতার হও আজ-
শিয়া সুন্নী যতো মুসলমান…
…..
উল্লেখযোগ্য লেখালেখিঃ কাপ্তাইয়ের পথে পথে আনন্দ বিলাস। শাহজিবাজার (হবিগঞ্জ) এর স্মৃতিময় দিনগুলি। পালংকীর পথে পথে সমুদ্র বিলাস। মায়াপুরী কাপ্তাই। নিবৃতে নিসর্গ, মহাকবি আলাওলের দেশে ইত্যাদি। গল্পঃএকজন সবিতা রাণী বড়ুয়া। গল্পঃ আমার বন্ধু- আমার ভাই। গল্পঃ স্মৃতিময় কাপ্তাই- প্রীতিময় আল্পনা ইত্যাদী। উল্লেখযোগ্য কবিতাঃ বর্ষাকাল, মালিকেদু’জাহান, কলম, স্মৃতিময় কাপ্তাই, ফাগুন দিনে, শেফালিকা প্রিয়া,ঐশ্বরিয়া কাপ্তাই,শিক্ষাগুরু,বাংলা কবিতাঙ্গন, শীত এলো, মাহে রমজান, প্রদীপ্ত যুবক,পুত্রের প্রতি নসিহত, মাতামুহুরি নদী, কর্ণফুলীর বাঁকে,গ্রীষ্মের ফল সহ ৫০০ পাঁচশতাধিক ছড়া,কবিতা গান,গল্প,ভ্রমণ কাহিনী লিখেছেন।
ইতিমধ্যে তার ১৪টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। যেমন, ব্যথিত হৃদয়, অক্ষরে অমরতা- কলমের কথা। প্রবাসী বুলবুল ইত্যাদী। তিনি সম্পাদনা করছেন কাব্যগ্রন্থ কর্ণফুলীর বাঁকে। তিনি বিভিন্ন সাহিত্য গ্রুপের সাথে যুক্ত রয়েছেন। আন্তর্জাতিক সাহিত্য বাতায়ন (আসাবা) থেকে তিনি “সাহিত্যরত্ন” সম্মাননা অর্জন করেছেন ।চলতি বৎসর ইউএসএ- বাংলা সাহিত্য পরিষদ থেকে কবি আল্ মাহমুদ সাহিত্যপদক সম্মাননার জন্যে মনোনীত হয়েছেন। এছাড়াও বহু প্রতিষ্ঠান তাকে দিয়েছেন সাহিত্য সম্মাননা।
পরিশেষেঃ
আমরা বরেণ্য কবি মুহাম্মদ নুরুল কবির করিমী এর উত্তরোত্তর সাফল্য,নেক হায়াত,দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি । কবিবন্ধুরা যাঁরা যেখান থেকে আজকে কবি মুহাম্মদ নুরুল কবির করিমী র জন্ম দিনে আমাদের সাথে আছেন তাঁদের সবার জন্য শুভ কামনা রইল। এবং WORLD বাংলা NEWS এর পক্ষ থেকে শুভ জন্মদিন এর শুভেচ্ছা কবি মুহাম্মাদ নুরুল কবির করিমী দোয়া করি আপনার আগামীর দিনগুলো হোক সুখময় আপনার সকল চাওয়া আকাঙ্ক্ষা হোক পূরণ।
সৌজন্যেঃ শাওন হোসেন
WORLD বাংলা NEWS
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক