কবিতা: মাহে রমাদান

- আপডেট সময় : ০৯:৪৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: এম এ মান্নান শেখ।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
শান্তির আবহে মহা সমারোহে মাহে রমাদান দীপ্ত,
উৎসবী আমেজে কথা কর্ম কাজে ঈমানী ক্বলব তৃপ্ত।
মুমিন মুত্তাকী নিভৃতে একাকী ইবাদতে পায় শক্তি,
আশান্বিত প্রাণে মাহে রমাদানে অফুরন্ত পাপ মুক্তি।
সাহরি আহারে ফজরের পরে সতেজ প্রশান্ত আত্মা।
ইফতার শেষে মাগরিব আসে ইবাদাতে খুশি সত্তা।
দিনব্যাপী কাজে তারাবি নামাজে আরাধনা থাকে মুখ্য,
অকাট্য দলিল প্রভুভক্ত দিল অগ্রজে নৈকট্য লক্ষ্য।
ভ্রষ্ট আযাজিল সাঙ্গপাঙ্গে মিল শৃঙ্খলে আবদ্ধ সত্য,
খবিশ আত্মায় প্ররোচিত হয় দানবিক কিছু দৈত্য।
আত্মমর্যাদায় রোজা যারা রয় নেইকো তাদের তুল্য,
বর্ণিত সম্মান মুখের সুঘ্রাণ মেশকী আম্বর তুল্য।
দোজখের দার বন্ধ থাকে আর জান্নাত উন্মুক্ত সর্ব,
আত্মার শুদ্ধিতে ঈমান বৃদ্ধিতে মুত্তাকীর বাড়ে গর্ব।
পূর্ণ রহমতে নাজাতের পথে বর্ষিত নেকীর বৃষ্টি,
জমা যত পাপ ধুয়ে মুছে সাফ মুক্তির সম্প্রীতি সৃষ্টি।
কালামে বর্ণনা খোদা-ই ঘোষণা আমার-ই জন্য রোজা,
পূর্ণ রোজদার হয়ে দাবীদার অত্যুন্নত পাবে জাযা।
ইসলামি নীতি ইবাদতে প্রীতি সুদৃঢ় বন্ধনে ভ্রাতৃ,
নিষ্কলুষ প্রাণ বাবে রাই-য়ান রোজাদার তার যাত্রী।
সমর্পিত হিয়া কোটি শুকরিয়া মাহে রমাদানে ধন্য,
প্রভুত্ব স্মরণে সাওম পালনে জান্নাতি হিসেবে গণ্য।
আলহামদুলিল্লাহ,
ওয়ার্ল্ড বাংলা নিউজে সম্মানিত সভাপতি মহোদয় সম্পাদক মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।