শেরপুরে আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার, চার যুবক আটক

- আপডেট সময় : ০৯:৩৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৭২ বার পড়া হয়েছে

আল-আমিন, নিউজ রাইটার: শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল চুনিয়ারচর গ্রাম থেকে ৩১ মার্চ রোববার ভোর রাতে মো. আঃ হালিম ওরফে জীবন (৪৮) নামে এক আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। নিহত জীবন শেরপুর পৌরসভার মধ্য নওহাটা মহল্লার মো. সাইদুর রহমান ওরফে সুরুজ মাস্টারের ছেলে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ যুবককে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো- চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রউফ, মুকুল হোসেন, রাশেদুল ইসলাম ডিয়ার ও ফরহাদ হোসেন। অভিযোগ রয়েছে, তারা সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের সদস্য।
জানা গেছে, আব্দুল হালিম জীবন প্রায় ১৫/১৬ বছর আগে ডিভি লটারিতে নাগরিকত্ব পেয়ে আমেরিকা যান। পরে বিয়ে করে স্ত্রীকেও আমেরিকা নিয়ে যান। গত বছর দুয়েক আগে তিনি শেরপুরে এসে আর আমেরিকা ফেরত যাননি। সম্প্রতি তিনি শেরপুর পৌরসভার চাপাতলী মহল্লায় আতিয়া আক্তার নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন।
নিহতের স্ত্রী আতিয়া আক্তার জানান, শনিবার দুপুর দুইটার দিকে চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফসহ কয়েকজন তার স্বামী জীবনকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। ভোররাতে চুনিয়ারচর এলাকা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধারের খবর পান তিনি। এদিকে আব্দুর রউফ আমার স্বামীকে ডেকে নিয়ে বিভিন্ন মামলা-মোকদ্দমা ও ঝামেলায় জড়িয়েছে। হাতিয়ে নিয়েছে অনেক টাকা-পয়সা। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরেই রউফসহ তার সংঘবদ্ধ চক্রের লোকজন জীবনকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলে তিনি দাবি করেন।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি ও তদন্ত অব্যাহত রয়েছে।