গলাচিপা উপজেলায় হত দরিদ্র পরিবারে ১০ দিনের ইফতার বিতরণ করলেন-Gmk

- আপডেট সময় : ০১:০৭:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

সাইফুদ্দিন সালেহী, নিউজ রাইটার: আজ ৩১ মার্চ রোজ রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরিদ্র, এতিম, নিঃস্ব ও হত দরিদ্র পরিবারে ১০ দিনের ইফতার সামগ্রী বিতরণ করলেন গলাচিপা মানব কল্যাণ সংস্থা-Gmks
গলাচিপা পৌর সভা, গলাচিপা সদর ইউনিয়ন, পানপট্রি ইউনিয়ন, চিকনিকান্দী ইউনিয়ন, বকুলবাড়িয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের প্রতিটি পরিবারে একটি করে ইফতারে প্যাকেজ বিতরণ করেন যাতে রয়েছে ১০ দিনের ইফতার সামগ্রী।
ইফতার সামগ্রী এর মাঝে রয়েছে
১ কেজি চিড়া
১ কেজি চিনি
১ কেজি মুড়ি
আদা কেজি খেজুর
আদা কেজি বুড ডাল
মাঝারি সাইজের ট্যাংক এর প্যাকেট,
বিশেষ প্যাকেটে আরো রয়েছে
১ কেজি আপেল
১ কেজি মালটা
৫০০ গ্রাম ঠান্ডা পানিও মিরিন্ডা।
সংগঠনের সভাপতি বলেন, আমাদের গলাচিপা উপজেলার প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবী কর্মী রয়েছে তাদের মাধ্যমে আজ সারা দিন শান্তি শৃঙ্খলা ভাবে হতদরিদ্র পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা সম্ভব হয়েছে। যারা কষ্ট করে ইফতার বিতরণে অংশ গ্রহন করেছেন সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন,
আমাদের ইফতার বিতরণে বিপুল পরিমাণ আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়েছে।
যা গলাচিপা উপজেলার মহান হৃদয়ের ব্যক্তিবর্গ, সামাজিক স্বেচ্ছাসেবক, রাজনৈতিকবিদরা এগিয়ে আসেন। সকালের সহযোগীতা এবং গলাচিপা মানব কল্যাণ সংস্থা-Gmks এর দরিদ্র তহবিল থেকে আর্থিক সহযোগিতার মাধ্যমে ইফতার বিতরণ করা করা সম্ভব হয়েছে।
ইফতার বিতরণে অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, আমাদের ইফতারের প্যাকেজ পেয়ে মানুষ গুলো খুব খুশি হয়েছে এবং তাদের মুখের হাসি দেখলে সত্যি মন প্রাণ ভরে যায়।
আমরা গলাচিপা মানব কল্যাণ সংস্থা-Gmks এর সদস্যরা নিজেদের মাসিক দান দিয়ে মানবসেবা করে থাকি, এটা সবার পক্ষে সম্ভব না। তাই আমরা Gmks এর সাথে মানব সেবায় অংশ গ্রহন করতে পেরে নিজেদের জন্ম স্বার্থক ও সফল মনে করছি।
আমরা সকলের কাছে দোয়া চাই এ সংগঠন টি যেনো দীর্ঘজীবী হয় এবং মানবসেবায় সর্বদা নিয়োজিত থাকতে পারে।