শেরপুরে ভারতীয় মদসহ গ্রেফতার ৩

- আপডেট সময় : ০৩:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে

আল-আমিন, নিউজ রাইটার: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে ৬২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- বালকাঠি জেলার রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে মোঃ আঃ হালিম (৩৮), শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে মোঃ জামিন চৌধুরী (৩০) ও একই গ্রামের মৃত আঃ রহিমের ছেলে মোতালেব হোসেন মুনা (৩৮)। এছাড়াও শাহ আলী ও অজ্ঞাতনামা দুই মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায়।
জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়ন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ সাইফুল মালেকের নেতৃত্বে ২৯ মার্চ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া গ্রামের আবুল কালামের বাড়ি সংলগ্ন রাস্তা এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারিদের হাতেনাতে আটক করে। পরে তাদের কাছ থেকে প্লাস্টিকের তিনটি বস্তা থেকে ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
এঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল মালেক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) (৫) (বি)/২৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন।
এব্যাপারে জেলা গোয়ন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।