ধরিত্রী ফাউন্ডেশন উদযাপন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

- আপডেট সময় : ০৫:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১৭৩ বার পড়া হয়েছে

রেজাউল করিম রাজু, নিউজ রাইটার: কেরানীগঞ্জে ধরিত্রী ফাউন্ডেশন উদযাপন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন। ১৭ই মার্চ রবিবার সকালে সংগঠনের কর্মীবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় বিকাল ২ঃ০০ টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মনিজা খাতুন,ধরিত্রী ফাউন্ডেশন ট্রাস্টের ট্রাস্টি মালতি রানী মন্ডল, অধ্যাপক বেদৌরা আলি শিমুল, সরকারি ইস্পাহানি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও ধরিত্রী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার হালদার,প্রধান শিক্ষক শামীমা আক্তার , সমাজসেবী রেশমা জামান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, ধরিত্রী ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর, তাসলিমা আক্তার, প্রোগ্রাম অফিসার সাখাওয়াত হোসেন শাওন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল আজিজ, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক পিংকি কর্মকার, শতাধিক শিশুরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে,চিত্রাংকন প্রতিযোগিতার সময় চলতে থাকা মনোজ্ঞ ও সংস্কৃতিক অনুষ্ঠান, গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে এক আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়, ধরিত্রী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা তার বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণ করতে হলে নতুন প্রজন্মের মধ্যে দেশাত্ববোধ অসাম্প্রদায়িক চেতনা ও সৎ মানুষ হওয়ার প্রবণতা তৈরি করতে হবে। তাহলেই জাতির পিতার যে সোনার বাংলার স্বপ্ন ছিল তা বাস্তবায়ন হবে,তিনি তার বক্তব্যে আজকের অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের প্রতি, প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভূমিও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন বলেন জাতির পিতা শিশুদের ভালবাসতেন শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে সঠিক মানুষ করতে হলে তাদের সত্তাকে সৃজনশীল করে তুলতে হবে, ধরিত্রী ফাউন্ডেশনের এরকম আয়োজনকে আমি ধন্যবাদ জানাই, অধ্যাপক বেদৌরা আলী শিমুল বলেন ধরিত্রী ফাউন্ডেশন এর সকল কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরে খুব ভালো লাগছে শিশুদের মধ্যে জাতির পিতার আদর্শ ছড়িয়ে দিতে হবে, সভাপতি বক্তব্যে অধ্যাপক আব্দুল আজিজ বলেন আজ জাতির পিতার জন্মদিনে ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধরিত্রী ফাউন্ডেশন এত সুন্দর আয়োজন করেছে যা শিশুদের মনো বিকাশে ভূমিকা রাখবে, আমি ধরিত্রী ফাউন্ডেশন এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
এরপরে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করেন।