সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যে জাতীয় ভোটার দিবস পালিত

- আপডেট সময় : ০৫:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

আবদুল মামুন, নিউজ রাইটার: সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পালিত হলো ষষ্ঠ জাতীয় ভোটার দিবস-২৪খ্রিঃ। গত শনিবার (২মার্চ) উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সঠিক তথ্য সম্বলিত ভোটার হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক সকলকে অনুরোধ করা হয়। কোনক্রমেই যেন ভোটার হতে ভুল তথ্য পরিবেশিত না হয় এ ব্যাপারে নির্বাচন কমিশনারকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান বক্তারা। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ পারভেজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শাহআলমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সকালে দিবসটি উপলক্ষে পুরাতন ভোটারদের হাতে স্মার্ট আইডি কার্ড তুলে দেওয়া হয়। পরে নতুন ভোটারদের ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।