সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা: বেইলী ট্রাজেডি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: এম এ ওয়াজেদ
লোভের আলজিহ্বায় আটকে পড়ে
মূর্খ মানবের জীবনের ঠিকানা
চারদিকে মৃত্যুফাঁদের অলঙ্খনীয় বেড়াজাল
মর্গে লাশের সারি সারি স্তূপ
মানবের নিষ্পাপ চিৎকার
মুখোশের অন্ধকার আড়ালে
পুঁজিবাদের আদিম উল্লাস নৃত্য করে ।
অন্তরিত ধূসর বোধের সীমানাপ্রাচীর
যন্ত্রণার নির্মম পেরেকে বিদ্ধ হয়
জগতের দুঃখগুলো জমা হয়
মজলুমের ফরিয়াদী অস্পষ্ট প্রতিচ্ছায়ায়
কাতরানির দেয়ালগুলো পাহারা দিতে থাকে
সাম্রাজ্যবাদী শক্তির মানসিক দোসর
নষ্ট পাকস্থলীর অপরাজেয় ক্রীতদাস।
ক্রন্দন করে অশোভনের মাধুর্যহীন কচি চারা
বেইলী রোডের প্রতারিত ভবন
অরক্ষিত ছাদ সিঁড়ি দরজার কপাট
ট্রাজেডির পরিচ্ছেদ গাঢ় রক্তে রঞ্জিত হয়।