সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা: স্বপ্নপুরী কাপ্তাই

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৪ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মুহাম্মদ নুরুল কবির করিমী।
লেক-পাহাড়ের কাপ্তাই
দেখতে আমরা যাই ,
এতো সুন্দর স্বপ্নপুরী
বিশ্বে কোথাও নাই ।
সূর্য উঠে প্রভাতকালে
মার্মা পল্লীর গাঁয় ,
জাগে পাড়া-পড়শী
আজানের মূর্ছনায় ।
বাঁঁশের বাঁশী বাজে
ভোরের জানালায় ,
বন-ময়ুরী ডাকে রে
সেগুন গাছের ছায় ।
লেক-পাহাড় ঝর্ণাধারা
গায় গহীনের গান ,
চাকমা-মার্মা তঞ্চঙ্গারা
জুমে ফলায় ধান ।
বন-হরিণী ডাকে দূরে
বৃষ্টি ভেজা সাঁঝে ,
নিশীথিনী জেগে ঘুমায়
শিউলি,চামেলীর মাঝে ।
দোয়েল-শ্যামা ডাকে রে-
বকুল,শেফালীর বনে ,
বুলবুলির কল-কাকলী
ফুল পরীদের গানে ।
হাজার তারার হাসি
জ্যোৎস্না ফোটা রাত ,
হুর-পরীদের মেলা
ঐ প্রজাপতির সাথ ।
লুসাঁই কন্যা কর্ণফুলীর
উজান ভাটির টানে ,
আমি নাচি মনও নাচে
মাদল-মৃদঙ্গের গানে ।
বিশ্ববাসী দেখে যাও
বন-পাহাড়-পরিবেশ ,
পাহাড়ী-বাঙ্গালী মিলে
শান্তি-সুখের দেশ ।