কবিতা: নিসর্গ শোভা

- আপডেট সময় : ০৩:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মুহাম্মদ নুরুল কবির করিমী।
ফুটিল ফুল জাগিল রবি
ভাঙিল ভুল নিখিল কবি ,
ডাকিলে কুহু বিহগ সুর
জুড়িলে রুহু বিরহ দূর ।
দখিনা পবন পুষ্পিত-বনে
মনিকা স্বপন পুঞ্জিত-মনে ,
তৃষিত নয়ন রঙ্গম ধ্যানে
কবিতা কহন মৃদঙ্গ গানে ।
বঙ্গোপসাগর বালুকা তীরে
বহে ঝর্ণা বীথিকা নীড়ে ,
সিলিকাবালি,চোরা গহ্বরে
ঝিনুক-শামুক কোথায় রে !
হিম শীতল হিম-ছড়ি,
নিত্য দিচ্ছে হামাগুড়ি ,
লক্ষ প্রবর দেশ ছাড়ি
আসছে উড়ে বঙ্গ বাড়ি ।
জল-তরঙ্গে নিসর্গ শোভা
বর্ণিল বঙ্গের বিসর্গ আভা ,
লিখছি কবি প্রাণের গান
গাঙচিল ধরে বঙ্গ তান ।
সূর্য উঠে মাঝ দরিয়ায়
সাঁঝের বেলায় যে ডুবে ,
চাঁদনী রাতে জ্যোৎস্নার মেলা
দেখতে চলে আসুন সবে ।
মহেশখালী,কুতুবদিয়া দ্বীপ
দেখতে অনেক চমৎকার ,
সেন্ট মার্টিন,ছেঁড়া দ্বীপ ভাই
কক্সবাজারের অহংকার ।
কতো জাহাজ সওদা লয়ে
আসে এ বঙ্গোপসাগরে ,
লক্ষ স্বপ্নের পিদিম জ্বালিয়ে
ভাসে অদূর সাগরে ।
কক্সবাজার স্বাস্থ্যকর স্থান
আন্তর্জাতিক পোতাশ্রয় ,
অপরূপ তার সমুদ্র সৈকত
সুখ্যাতি যার জগৎময় ।