সীতাকুণ্ডে বেপরোয়া গতিতে আসা কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত

- আপডেট সময় : ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে

আবদুল মামুন, নিউজ রাইটার: চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় লোকমান (৪০) নামের এক কাভার্ডভ্যান গাড়ীর চালক নিহত হয়েছে। যার রেজিঃ নং-চট্ট মেট্টো-ট-১১-০০৬৪। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাত ৮টা ৪০ মিনিটের সময় সীতাকুণ্ড উপজেলাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারোআউলিয়া হাইওয়ে থানার অন্তর্গত ৭নং কুমিরা ইউনিয়নের কুমিরা কাজীর পাড়া ব্রীজ ঢাকামুখী পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন চাঁদপুর জেলার মতলব থানার আইঠাদি মাথাভাঙা গ্রামের মোজাম্মেলের পুত্র লোকমান। স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ডভ্যান গাড়ীটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় গাড়ীর চালক গুরুতর আহত হলে তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে পরীক্ষা-নিরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে বারোআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, কুমিরা কাজীর পাড়া ব্রীজ নামক স্থানে একটি বেপরোয়া গতিতে আসা কাভার্ডভ্যান গাড়ী রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় গুরুত্বর আহত অবস্থায় গাড়ীর চালক কে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।