সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা: পূর্ণিমাতে রাতে

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: শাহজালাল সুজন।
::::::::::::::::::::::::::::::::::::::::
মনটা আমার গয়াকাশি
পূর্ণিমার ওই ক্ষণ,
তোমার চোখে কাব্য লিখে
পাঠ করিবো মন।
অনুভূতির ছোঁয়া মেখে
ধরবো দুটো হাত,
উষ্ণ দেহের পরশ পেয়ে
থাকবো দুজন সাথ।
মন বাগিচায় উঁকি দিয়ে
লক্ষ তারার চাঁদ,
প্রেম আলয়ে বৃন্দাবনে
কৃষ্ণলীলায় মাত।
তিলক ফোঁটা ওই কপালে
সাজবে রাধার সাজ,
কৃষ্ণ হয়ে বাঁশির সুরে
ভাঙবো সদ্য লাজ।
গোপিনীদের ধার ধারিনা
থাকুক যতো ভয়,
রাধার প্রেমে মজে কৃষ্ণ
হবে প্রেমের জয়।