খাগড়াছড়ি' র রামগড়ে ৬টি মামলার পরোয়ানাভূক্ত ও সাজাপ্রাপ্ত দীর্ঘ ২১ বছর পলাতক থাকা মাদকের ডন ইয়াছিন নামে পরিচিত চদ্মবেশী মোহাম্মদ ইয়াছিনকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) রাত ৯টার সময় রামগড়ের পাশ্ববর্তী উপজেলা মানিকছড়ি থেকে তার বড় মেয়ের শ্বশুর বাড়ি হইতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াছিন রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকার মোহাম্মদ আবু তাহের এর ছেলে।
রামগড় থানা পুলিশ জানা গেছে গ্রেপ্তারকৃত ইয়াছিনের বিরুদ্ধে রামগড় ও ভূজপুর থানায় মোট ছয়টি মামলা রয়েছে।এরমধ্যে দুইটি মামলায় সে সাজাপাপ্ত ও ৪টি জিআর মামলার পরোয়ানাভূক্ত সে আসামী । উপপরিদর্শক (এসআই ) মোহাম্মদ সামছুল আমিন তথ্য প্রযুক্তির মাধ্যমে সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে দীর্ঘদিন চট্টগ্রাম শহরে এবং মানিকছড়ি এলাকায় জামাল হোসেন নাম দিয়ে ছদ্মবেশে চলাফেরা করে আসছে । প্রেপ্তারের পর
আসামীকে আইনী প্রক্রিয়া শেষে ১৯ জানুয়ারী( শুক্রবার) আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত