দ্বিতীয় মেয়াদে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘আমি আপনাদেরই লোক। আপনারা চিন্তা করবেন না। আমি সব সময় আপনাদের সঙ্গে আছি। আগেও যেমন ছিলাম এখনো ঠিক সেভাবেই আপনাদের সঙ্গে আছি। রোববার (১৪ জানুয়ারি) নিজ আসনের জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। এর আগে বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে মতবিনিময় করেন তিনি।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় দেওয়া সব প্রতিশ্রুতি খুব দ্রুত সময়ের মধ্যে পূরণ করা হবে৷ দোহার-নবাবগঞ্জকে দুটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার তাই করা হবে। সালমান এফ রহমান দিনব্যাপী নবাবগঞ্জ উপজেলার কৈলাইল, শোল্লা, বাহ্রা, বক্সনগর, কলাকোপা, যন্ত্রাইল, বান্দুরা, নয়নশ্রী, বারুয়াখালী, শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর ও দোহার উপজেলার নয়াবাড়ি, কুসুমহাটি, মাহমুদপুর, রাইপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার জনগণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
গত ৭ জানুয়ারি নির্বাচনে চার গুণেরও বেশি ভোট পেয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো দোহার-নবাবগঞ্জের সংসদ সদস্য নির্বাচিত হন সালমান এফ রহমান৷
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত