খাগড়াছড়ি রামগড় সোনাই আগা দারুল আমান জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে ১৫জন ক্ষুদে শিক্ষার্থীদের কোরআনের ছবক প্রদান করা হয়েছে।
১৪ ডিসেম্বর ৯টা ১নং রামগড় ইউনিয়ন সোনাই আগা জামে মসজিদে অবস্থিত সহজ কুরআন শিক্ষাকেন্দ্রে ছবক প্রদান অনুষ্ঠানে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন রামগড় শাখার মডেল কেয়ার টেকার ইসমাইল হোসেন, ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার কাজী শহীদ সারওয়ার,
ছবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাডেবা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব,মুফতি আকরাম হোসেন, কালাডেবা ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন আজিজী, চৌধুরীপাড়া মসজিদের খতিব ও পুরান রামগড় কাজী বাড়ি মাদ্রাসার শিক্ষক, মাওলানা জামাল উদ্দীন, গর্জনতলী জামে মসজিদের খতিব মাওলানা, এরশাদ উল্লাহ অত্র সমাজের পরিচালনা কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত