খাগড়াছড়ির রামগড় সীমান্তে খেদাছড়া এলাকা থেকে অবৈধভাবে প্রবেশের দ্বায়ে ভারতীয় দুই নাগরিক আটক করেছে রামগড় ৪৩ বিজিবি। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় রামগড় ৪৩ বিজিবি এর অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত নায়েক সুবেদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক ছোটখেদা এলাকায় স্থান হতে দুই জন ভারতীয় নাগরিক পুষ্প রাণী দাস (৬০), স্বামী-রণজিত দাস ও দিপংকর দাস (৩১),পিতা-রণজিত দাস উভয়ের গ্রাম- ৮নং কালীনগর দাসের দড়, পোঃ কালীনগর,থানা-হারউড পয়েন্ট কোটাল এবং জেলা-দক্ষিণ পরগণা) ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে আটক করা হয়।
জিজ্ঞাসা বাদে জানা যায় যে, তারা গত ০৮ ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগণা হতে আগরতলা পর্যন্ত ট্রেনযোগে এবং আগরতলা হতে বাস - যোগে উদয়পুর আসে, উদয়পুর হতে বাসযোগে সাবরুম হয়ে বাংলাদেশে প্রবেশ করে। উল্লেখ্য,পুষ্প রাণী এর ছোট ভাই বিনদ দাস, ৩৪ নং ওয়ার্ড, পাথরঘাটা, কোতয়ালী, চট্টগ্রামে বসবাস করে। তার বাড়িতেই আসার উদ্দেশ্যে তারা বাংলাদেশে প্রবেশ করে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে,কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান,আটককৃত ভারতীয় নাগরিকদের কে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত