আজ সকাল ১০ ঘটিকায়, পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে ছারছীনা দারবার শরীফের নির্দেশনায়, ফিলিস্তিন মুসলিমদের ওপর নির্মম নির্যাতন বন্ধের প্রতিবাদে ভিক্ষোপ মিছিল হয়।
উক্ত মিছিল টি লামনা ছালেহিয়া ফাজিল মাদ্রাসা থেকে শুরু হয় এবং ১০ কিলোমিটার পথ হেটে পাতাবুনিয়া বাজার পর্যন্ত যায়।
তারপর সারা পাতাবুনিয়া বাজারে বিক্ষোভ মিছিল করে।
সর্বশেষে পাতাবুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ, আইম্মায়ে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ সহ স্থানীয় সর্বস্তরের তাওহীদী জনতা যোগদান করেন।
ইসরাইল সৈনিকদের দ্রুত এই যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন:-
বকুলবাড়িয়া ইউনিয়ন শাখার বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহর সিনিয়র নেতৃবৃন্দ জনাব মোঃ হুমায়ুন কবির হোসাইন, মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব সাহেব, মাওলানা মোহাম্মদ অজিউল্লাহ সাহেব।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহর শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মুফতী মোঃ সাইফুদ্দিন সালেহী তিনি বলেন আজ থেকে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিলাম। আজ থেকে ফিলিস্তিন স্বাধীন ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন আর যদি কোন ফিলিস্তিনি মুসলিমদের ওপর নির্যাতন করা হয়, আর যদি রক্ত মুসলমানদের ঝরে তাহলে আমরা বাংলাদেশের সকল তাওহীদী জনতা ইসরাইলের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছি। প্রয়োজনে আমাদের বুকের তাজা রক্তের বিনিময়ে হলেও ফিলিস্তিনকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন বকুলবাড়িয়া ইউনিয়ন শাখার যুব হিজবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মুনিরুল ইসলাম। তিনি জাতিসংঘের নিকট ফিলিস্তিন মুসলিমদের হত্যার বিচার দাবি করেন।
বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ বকুলবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ ইব্রাহিম খলিল তিনি অতিদ্রুত যুদ্ধ বন্ধ সহ ইসরাইলের সকল পণ্য বয়কট ঘোষণা করেন।
এছাড়াও আরো বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
তাদের সকালে দাবি অতিদ্রুত নির্মম গণহত্যা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন কে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে হবে।
হাজার হাজার জনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল সফল ও স্বার্থক হয়েছে।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত