কবিতা রাইটার: মুহাম্মদ নুরুল কবির করিমী ।
বিশ্বজুড়ে নারী এক জাতি
সকল সৃষ্টির জ্ঞাতি ,
সে তো কখনো গর্বধারিনী
বেগম-বোন-সন্ততি ।
প্রভাতে নারী সালাত পড়ে
আজানের বাণী শুনে ,
পরিবারে যত পুরুষ নারী
ডেকে নেয় সব গুণে ।
দিবসের সুরোজ উঠে জ্বলে
যখনি সৃজনী বেলা ,
নারী জাগে সুরুজে আগে
তাঁর যে কাজ মেলা ।
প্রার্থনা করে সংসার ধরে
রান্নাঘরে তার বাস ,
এটা সেটা নানান খাবার
পৌঁছায় সবার পাশ ।
সাঁঝেরবেলা গো-মহিষকুল
যখনি ফিরে ঘরেতে ,
দ্বিগুণ ব্যস্ত পশু-পাখি লয়ে
নারীরা গৃহ-পল্লীতে ।
সারাদিন নর বাহিরে ছোটে
ঘরেতে রহে নারী ,
আবাল-বৃদ্ধ-বণিতার খাবার
তৈরিতে ব্যস্ত নারী ।
নর তো জন্মেছে নারীর গর্ভে
সীমাহীন সাহস বুকে ,
নরের সৌন্দর্য-সৌর্য্য-ক্ষিপ্রতা
নারীরাই আগলে রাখে ।
নারী সেবিকা নারী প্রেমিকা
বিজয়িনী নারীর গুণ ,
নারীতে সৃষ্টি নারীতে বিনাশ
নারীই ক্ষুরধার তূণ ।
নারীতে বিদ্বেষ রাখে যেজন
সেজন ধরায় পাপী ,
নারীর শত্রু তবে নারীরাই
দেখিলাম জনম ব্যাপী !
পুরুষ দাওগো নারীর সম্মান
নারীরা জায়া-জননী ,
নারীর দোয়া পেয়ে তো পুরুষ
পার হয়েছে সে বৈতরণি ।
মহা জগতে যতোই কীর্তি
দৃশ্যমান যতো সুন্দর ,
সবকিছুর নেপথ্যে যে রমণি
রূপসীর শ্রেয়সি অন্তর ।
ধরার বুকে অধরা জাতি
নারীর অনেক রূপ ,
নিজে পুড়ে বিলোয় সুবাস
যেনো গন্ধবিদূর ধূপ ।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত