কবিতা রাইটার: কলমেঃ মুহাম্মদ নুরুল কবির করিমী ।
কোটা সংস্কার আন্দোলনে
উত্তাল ছিল রাজপথ ,
বৈষম্য বিরুধী ছাত্ররা নিলো
দাবী আদায়ের শপথ ।
মুগ্ধ নামের ছেলেটি সেদিন
পানি হাতে রণাঙ্গনে ।
পানি লাগবে,বোতল হাতে
পানি দিলে ছাত্রগণে ।
"পানি লাগবো পানি" চিৎকার
শুনি মিছিলের মাঝ ,
তারই বুকে চালালে বুলেট
নির্লজ্ব সে ভীমরাজ !
স্বৈরাচারের ছোঁড়া বুলেটে
ঝাঁঝরা মুগ্ধের বুক ,
স্বাধীন দেশের মানুষ কখনো
ভুলবেনা তার শোক ।
হায়েনাদের বুলেট বোমায়
ঝরলো হাজার প্রাণ ,
লক্ষ মায়ের মেধাবী সন্তান
রাখলো মেধার মান ।
মুগ্ধ'রা আসে বাংলাদেশে
লিখে যায় ইতিহাস ,
মুগ্ধরা আসে জাতির মনের
মিঠিয়ে দিতে পিয়াস !
পানি খাওয়ানো যে বড় দান
ইসলাম ধর্মে বলে ,
সে পানি খাওয়ানো মুগ্ধে'র
প্রাণটাই কেড়ে নিলে !
বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা
আসুক বাংলাদেশে ,
সকল ক্ষেত্রে সম-ইনসাফ
কায়েম হোক দেশে ।
হাজার বছর বাঁচবে মুগ্ধ
কোটি মানুষের মনে ,
এদেশ গ্রাম-শহর-প্রান্তরে
মুগ্ধ রহিবে সবখানে ।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত