(পর্ব ১)
আজ বাংলাদেশের জাতীয় কবি কাজি নজরুল ইসলামের মৃত্যু দিবস। ১৯৭৬ সালের ২৯ আগষ্ট কবি ঢাকায় মৃত্যু বরণ করেন । আমি দু'কলম লিখে তাঁর স্মৃতিচারণ করছি ।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম । কুমিল্লার দৌলতপুরে এসেছিলেন,পুস্তক ব্যবসায়ী আলী আকবর খানের হাত ধরে,১৯২১/২২ সালে । খান সাহেব ছিলেন নার্গীসের মামা । খানের সুত্রেই নার্গিসের সাথে নজরুলের প্রথমে পরিচয়-পরে শুভ-পরিণয় ; মানে- বিয়ে ।
আমাদের বিয়ের দাওয়াত পত্রে যদিও শুভ বিবাহ লিখা থাকে, আসলেই কী সবার বিয়ে শুভ হয় ? নজরুলের বেলায় বিয়েটা মোটেই শুভ হয়নি । নিয়তি এরকমই যে,রাতে বিয়ে ; ভেঙ্গে যায় ভোর বেলায় ।
অভিমানি নজরুল এক প্রকার রাগে-দুঃখে,বাসর রাত শেষ না করেই, ভোরেই পায়ে হেঁটে,চলে আসেন প্রমিলাদের বাড়ি কুমিল্লার কান্দির পাড়ে ।
মুরাদ নগর থেকে কান্দির পাড়ের দূরত্ব প্রায়,বিশ মাইল হতে পারে বলে,ধারনা আমার । আমার সিএনজির একসিটের ভাড়া লেগেছিল পঞ্চাশ টাকা ।
আসলে বড় প্রেম,শুধু কাছে টানেনা--দূরেও ঠেলে দেয় ।
এখানেও তাই হয়েছে । দূঃখ জনক হলেও সত্যি যে,কোনো ভাবেই বিয়েটা টেকেনি ।
এ ঘটনায় কবি খুব মর্মাহত হন ।
কিন্তু কবির স্মৃতিতো মুছে যাবার নয় ।
এ রাত্রের সামান্য মধুর স্মৃতিকেও তিনি কলমের কালিতে তুলে আনলেন অবিস্মরণীয় ভাবে ।
গানের ভাষায় ।
গানঃ১
ফোটে যে ফুল আঁধার রাতে,
ঝরে সে ফুল ভোর বেলাতে,
আমায় তারা ডাকে সাথে
আয়রে আয়,
সজল করুন নয়ন খোলো দাও বিদায়.......।
নার্গীসকে নিয়ে প্রেমিক নজরুল আরো ক,টি অনবদ্য গান লিখেছেনঃ-
তেমনি অসাধারণ এক অমর প্রেম সংগীত স্থান পেয়েছে নজরুল প্রেমীদের অন্তর কোণে ।
"লাইলী মজনু"সিনেমার নজরুলের
একটি গানঃ
সিনেমায় ও গানটি অনববদ্য মাত্রা যোগ করেছে গানটি এমনই এক দৃশ্যে গাওয়া হয়,দর্শক-শ্রোতা কাঁদতে কাঁদতে হল থেকে বেরিয়ে যান ।
কিন্তু গানটি সারা জনম মনে রাখার গান ।
প্রসংগতঃ কবি মও রুমীর লাইলী- মজনুর উপাখ্যানে
শুধু লাইলী - মজনুর অস্তিত্ব পাওয়া যায় মাত্র বাস্তবতায় এধরনের চরিত্র অনুপস্থিত ।
প্রসংগক্রমে এখানে নার্গিসকে নিয়ে নজরুলের লিখা,হৃদয় ছুঁয়ে যাওয়া সে বিখ্যাত গানটির উল্লেখ করলাম ।
গানঃ২
* (লাইলী তোমার এসেছে ফিরিয়া,
মজনুগো আখি খোলো ।)
মজনু তোমার কাঁদন শুনিয়া মরু-নদী-পর্বতে......
বন্ধিনী আজ ভেঙেছে পিঞ্জর
বাহির হয়েছে পথে.........
* ফোটেছে গোলাপ-নার্গিস ফুল ,
ওগো বুলবুল---
ফুটন্ত সে গুল-বাগিছায় দোলো,
মজনুগো আঁখি খোলো ।
-লাইলী তোমার এসেছে ফিরিয়া
মজনুগো আঁখি খোলো- - - -
* বনের হরিণ-হরিণি ডাকিয়া,
পথ দেখায়েছে মোরে,
হুরে ও পরীরা, ঝুরিয়া ঝুরিয়া,
চাঁদের প্রদীপ ধরে,
পথ দেখায়েছে মোরে--
আমার নয়নে, নয়ন রাখিয়া - - "
কি বলিতে চাও হে পরান প্রিয়া - - - -।
(এখানে গানটির খন্ডিত অংশ দেয়া হয়েছে।)
মওলানা রূমির ফার্সী সাহিত্য মসনবীর কাল্পনিক প্রেমিকযুগল"লাইলী-মজনু"অনুকরনে,
নজরুলের এ গান,পৃথিবীর এযাবৎ কালের অন্যতম শ্রেষ্ঠ প্রেমের গান ।
(মওলানা রুমীর"লাইলী মজনু"উপখ্যান নিয়ে আমরা পরবর্তীতে একটি স্বতন্ত্র লেখায় বিস্তারিত লিখবো)।
এখানে নার্গীস আসার খানম ওরফে নার্গীস এর প্রসংগ উঠে আসলো নিচের এ গানটিতেও ।
গানঃ ৩
* বুলবুলি নিরব, নার্গিস বনে,
ঝরা-বন-গোলাপের বিলাপ শুনে ---।
নজরুল পরে নার্গিসকে নিয়ে আরো অনেক সুন্দর গান লিখেছেন । এরকম অনেক গান,আমাদের বাংলা সংগীতকে করেছে অনেক অনেক সমৃদ্ধ ।
আসলে সিনেমা দেখা,গান গাওয়া আমাদের মোটেই উদ্দেশ্য নয় । উদ্দেশ্য হলঃ কবি কিভাবে আমাদের মাঝে, গানের ভাষায়,একটি নিখাদ প্রেমবোধ জাগিয়ে দিয়ে গেলেন ।
সংসার না হলেও যে তাঁকে ছুঁড়ে ফেলে দেয়া ঠিক নয়, সে বিষয়টা নজরুল বুঝিয়ে দিয়ে গেলেন বিশ্ববাসীকে । কিভাবে ভালোবাসার মানুষকে মূল্যায়ন করতে হয়,তা দেখিয়ে দিয়ে গেলেন । আরও একটি বিষয় যে, এখানে নার্গীসকে নজরুল কতোটা ভালো বেসেছিলেনঃ সেটিই সত্যিকারের বিবেচ্য বিষয় ।
আসলে নজরুল জীবনে নার্গিস না এলে, এসব কালজয়ী সংগীত সৃষ্ঠি হতো কিনা, অনেক নজরুল গবেষকের সন্দেহ !
নজরুলে স্মৃতি বিজড়িত নার্গীসের বাড়িটি দেখতে আসলাম,কবির প্রতি কৃতজ্ঞতা বোধের জায়গা থেকেই। কৃতজ্ঞতা বোধটা এজন্যেই যে,আমরা ছোট বেলায়,কবির কতো সুন্দর সুন্দর কবিতাইনা পড়েছিলাম ।
এবার দেখবো সেই আমাদের জাতীয় কবির শশুর বাড়িটি । অর্থাৎ নার্গীসের বাড়ি ।
জীর্ণ-শীর্ণ বাড়িটি । এখানে বাস করেন,
নার্গিসের দূরসম্পর্কীয় একজন,নাতির নাতি ।
অযত্নে,অবহেলে পড়ে আছে; মহাকালের নিরব সাক্ষী এ বাড়িটি ।
দুঃখে মনটা ভেঙ্গে গেল আমার । হঠাৎ আমার হৃদয়ে প্রচন্ডভাবে উছ্লে-উঠল,নজরুল-জোয়ার ।
আঃ হাঃ! কী দেখতে এলেম এখানে ! ?
এটিই বাঙলার জাতীয় কবির স্মৃতি চিহ্ন,শশুর বাড়ি ?
অতএব,আমার নিজের অজান্তেই দু'গন্ড বেয়ে গড়িয়ে পড়ে গেলো ক'ফোঁটো আঁখিনীর ।
আর সন্ধ্যার গোধূলী-লগ্নে,বিফল মনোরথে,একরাশ ব্যথা বুকে নিয়ে,আবার চট্টগ্রামের পথে যাত্রা করলাম ।-
(কাজী নজরুল ইসলামের প্রথমা স্ত্রী নার্গীসের বাড়ির পুকুরঘাটের ছবি ।
(আমি ২০২০ সালে নজরুল ও তাঁর সহধর্মীনীদের স্মৃতি খোঁজতে গিয়ে,মহীয়সী নারী নার্গীসের দূরসম্পর্কের নাতির- নাতির দেখা পেয়েছিলাম । তাঁর সাথে সখ্যতাও গড়েছিলাম । জেনে ছিলাম নজরুল সম্বন্ধে অজানা কিছু তথ্য)।
লেখার স্থানঃ কবিতীর্থ,দৌলতপুর,মুরাদ নগর,
-কুমিল্লা ।
চলবে...
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত