বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে ছাত্র সমাজ বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দেওয়ার পর থেকেই বাংলাদেশকে পুনরায় সংস্করণ করতে বাংলাদেশের মানুষ আপনারা দেখে আসছেন যে, পুরো বাংলাদেশে ট্রাফিক পুলিশ কর্মবিরতি দিয়েছেন বলে ছাত্র সমাজ ট্রাফিক নিয়ন্ত্রণে এবং বিভিন্ন কাজে নিরলস কাজ করে যাচ্ছেন ছাত্র সমাজ। এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জ খোলামোড়ার ছাত্র সমাজ ১১ইং আগস্ট সকাল ৯ টার দিক থেকে খোলামোড়া বাজার ট্রাফিক নিয়ন্ত্রণ, জনসচেতন এবং বিভিন্ন পণ্যের বাজার সবজি বাজার তদারকি করেন কেয়ারটেকার গভারমেন্টের নির্ধারিত দামের বাইরে কেউ কোন কিছু বিক্রি কেনাবেচা করছে কি না তা তদারকি করেন কেরানীগঞ্জ, খোলামোড়ার ছাত্র সমাজ। খোলামোড়ার ছাত্র সমাজ বলেন কেয়ারটেকার গভারমেন্টের পরবর্তী কোন নির্দেশনা না পাওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত