বাংলাদেশের যখন এমন একটি পরিস্থিতি এই পরিস্থিতিতে কিছু অসাধু ব্যক্তিবর্গ নিজের সাধ্য হাসিলের জন্য লুটপাট করছে বিভিন্ন জায়গায় ডাকাতির খবর শোনা যাচ্ছে এমত অবস্থায় বেলনা দারিদ্র বিমোচন সংগঠন এর সকল সদস্যরা বেলনা বাসীর জান মাল রক্ষার জন্য রাত জেগে বিগত ৫দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
এবং বেলনা বাসির জান মাল রক্ষায় রাত জেগে পাহারা দেওয়া এই কার্যক্রম সবসময় থাকবে। বেলনা দারিদ্র বিমোচন সংগঠন এর সদস্যরা বলেন বিগত দিনে যেমন বেলনা বাসির বিপদ-আপদে ছিলাম সকল ভালো কার্যক্রমে ছিলাম আমাদের পাশে যেমন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা ছিলেন আগামীতেও আপনারা সবাই আমাদের পাশে থাকবেন।
এবং আমরাও বিগত দিনে যত ভালো কাজে ছিলাম এবং আছি সব সময় থাকবো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের বেলনা দারিদ্র বিমোচন সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই আমাদের পাশে থাকবেন।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত