শংকর ঋষি, নিউজ রাইটার: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ফ্লাড রিকনস্ট্রাকশন ইমাকেন্সি এসিসটন্স প্রজেক্টের (ফ্রিপ) আওতায় ০১ এক দিন ব্যাপী ৩০ জন কৃষকে মসলা ও কান্দাল ফসলের উৎপাদন কলা কৌশল মরিচ ক্রিপার ও ননক্রিপার সবজীর আধুনিক চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ বছর এই প্রকল্পে সহায়তায় শাল্লা মরিচ সহ অন্যান্য সবজি ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মসুদ তুষার সেশন পরিচালনা কালে অনাবাদি ও পতিত জমিতে সবজি ও তেল ফসলের চাষাবাদ বিষয়ক কৃষক পরামর্শ প্রদান করেন।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত