ঢাকা কেরানীগঞ্জ মডেল থানা বুধবার অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে শাহীন আহমেদ ১ লাখ ৬৬ হাজার ৮৩৬ ভোট পেয়ে বিজয়ী হলেন। শাহীন আহমেদ তার ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করে এ নিয়ে তিনি টানা ৪বারের, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলতাফ হোসেন বিপ্লব কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ২৯৩ ভোট। অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ৪৯ হাজার ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাইক প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন লিটন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মনির হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫১২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ৬৯ হাজার ৫০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কলস প্রতীকের প্রার্থী রেশমা জামান। ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেরা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৯৮৪ ভোট। কেরানীগঞ্জ মডেল থানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, কেরানীগঞ্জ মডেল থানা উপজেলায় ২২৫টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৬ লাখ ১১ হাজার ৬১০ জন। উপজেলা চেয়ারম্যান পদে শাহীন আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে সালাহউদ্দিন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেশমা জামান বিজয়ী হয়েছেন।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত