আল-আমিন, নিউজ রাইটার: শেরপুরের নকলাই গৃহবধূর লাঠির আঘাতে ভাসুর মুরাদ হোসেন ৫৫ নিহত হয়েছেন। মুরাদ ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।
আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার টালকী ইউনিয়নের পূর্বটালকী গ্রামে এ ঘটনা ঘটে। মুরাদ একই গ্রামে মৃত রহিম মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানাই, মুরাদ হোসেন দীর্ঘদিন যাবৎ ঢাকার কল্যাণপুর এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তার চাচাতো ছোট ভাই জালাল উদ্দিনের সাথে বসতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ঈদের ছুটি না পেয়ে আজ সকালে মুরাদ ঢাকা থেকে নিজ বাড়ি পূর্বটালকীতে আসেন।সাথে কিছু ঘরের আবাস পত্র নিয়ে আসেন। আসবাবপত্র নিয়ে বাড়িতে প্রবেশ নিয়ে চাচাতো ভাইয়ের স্ত্রী মাজেদা বেগমের সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মাজেদা বেগম লাঠি দিয়ে মাথার পিছনে আঘাত করলে মুরাদ মাটিতে পরে যায়। স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। এ ঘটনায় মাজেদা বেগম ও তার মেয়ে খুশি বেগমকে আটক করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের মিয়া জানান টালকী ইউনিয়নের পূর্বটা টালকী গ্রামের জমি সংক্রান্তে পূর্ব শত্রুতার জেরে মাজেদা বেগমের লাঠির আঘাতে মুরাদ হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাজেদা বেগম ও তার মেয়ে খুশিকে আটক করেছি।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত