জহিরুল ইসলাম, নিউজ রাইটার: খাগড়াছড়ির রামগড়ে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপের মনোনয়ন পত্র জমা করে প্রার্থীরা, সোমবার (১৫ এপ্রিল) দুপুরে রামগড় উপজেলা নির্বাচন অফিসার কার্যালয় ও নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জমির উদ্দিন এর মাধ্যমে অনলাইন আবেদন ফরমে চেয়ারম্যান পদে ৩জন,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস পদে ২জন মনোনয়ন পত্র জমা করেন।
চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা করেছে তারা হলেন ১.বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,২.আব্দুল কাদের,৩. কংজঅং মার্মা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা করেছে তারা হলেন ১.মোহাম্মদ আনোয়ার ফারুক,২.মো.নরুল আমীন,৩. মোবারক হোসেন বাদশা,৪. শামসুদ্দিন মিলন, ৫.মো.ওমর ফারক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাছিনা আক্তার,ও নাছিমা আহসান নীলা।
উল্লেখ্য যে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ছিলো ১৫ এপ্রিল সোমবার পযর্ন্ত, আর মনোনয়নপত্র বাচাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তে বিরুদ্ধে আপিল ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পযর্ন্ত, আপিল নিষ্পত্তি ২১এপ্রিল,প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল,এবং নির্বাচন ৮মে। নির্বাচন কমিশন সুত্র অনুযায়ী এবার প্রথম ধাপে ১৫২টি উপজেলায় এক যোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত