জহিরুল ইসলাম, নিউজ রাইটার: পাহাড়ের খাদ থেকে এক অজ্ঞাত বাঙ্গালী বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।শনিবার (১৩ এপ্রিল) বিকেল চারটার দিকে রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের নাকাপাস্থ চাষি নগর এলাকায় পাহাড়ের খাদ থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
স্থানী সুত্রে জানা গেছে পাহাড়ি টিলায় গরু-ছাগল চড়াতে গিয়ে এলাকার কিছু শিশু লাশটি দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। পরে এলাকার লোকজন বিষয়টি নাকাপা পুুলিশ ক্যাম্পে অবগত করে।
রামগড় থানার এস আই মোহাম্মদ মহসিন জানান লাশের বিষয়টি এলাকাবাসী নাকাপা পুলিশ ক্যাম্পে জানালে তাদের মাধ্যমে থানায় জানানো হয় পরে আমার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে, এলাকার লোকজন উক্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে না পারায় এ বিষয়ে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত