আল-আমিন, নিউজ রাইটার: শেরপুরের ঝিনাইগাতীতে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে ২০ জমির খড়। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকার সিতিনা এনাম এর গরুর খামারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে সিতিনা এনাম বাদী হয়ে তিন ব্যক্তিকে সন্দেহভাজন আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, সন্ধ্যাকুড়া এলাকায় সিতিনা এনাম দীর্ঘদিন থেকে তার নিজস্ব প্রজেক্টে গরু ও মাছ চাষ করে আসছে। তার খামারে গরুর খাবার হিসেবে ২০ একর জমির খড় সংরক্ষণ করে রাখে। হঠাৎ তার সমুদয় খড় পুড়ে যাওয়ায় একদিকে তিনি যেমন বিপাকে অপরদিকে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের চিনতে না পেরে সন্দেহভাজন তিন ব্যক্তিকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্তরা হলেন,সেলিম মিয়া, চান মিয়া ও লিটন মিয়া। অভিযোগে উল্লেখ করা হয় যে, বিবাদী সেলিমের সাথে প্রজেক্টের সীমানা নিয়ে দ্বন্ধ। চাঁন মিয়া ছিল বিগত সময়ে তার প্রজেক্টের কর্মচারি। আর লিটন হলো চাঁন মিয়ার বন্ধু। বাদীর সন্দেহ,চাঁন মিয়া তার বন্ধু লিটনকে নিয়ে তার প্রজেক্টে বসে নেশা করার অপরাধে চাকুরিচ্যুত হয়। যে কারণে সেলিম,চাঁন মিয়া ও লিটন মিলে রাতের অন্ধকারে এ কাজটি করতে পারে। কেননা ওই এলাকাতে তারা ছাড়া সিতিনা এনামের আর কারোর সাথে কোন দ্বন্ধ নেই। এ বিষয়ে সিতিনা এনাম জানান,আমি এখানে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছি ইতিপূর্বে এমন ক্ষতি আমাকে কেউ করেনি। তাদের সাথে আমার বিরোধ হওয়ার পর এ ঘটনাটি ঘটেছে। এতে আমার সন্দেহ যে, তারাই এ কাজটি করতে পারে। নলকুড়া ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই আব্দুল মালেক খান সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত