🌾🌾🌾 বিসমিল্লাহির রহমানির রাহীম 🌾🌾🌾
🌱 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি আলাইহি 🌱
♥️♥️ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম♥️♥️
🧡🧡🧡 ঈদ মোবারক 🧡🧡🧡
দেশ ও প্রবাসের সর্বস্তরের সর্বসাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইলো। এবং অন্যান্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।
আলহামদুলিল্লাহ 💚💚💚
সমস্ত প্রশংসা সেই মহান রবের প্রতি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে পবিত্র রমাদানুল মোবারকের শুরু থেকে শেষ অবধি নেক হায়াত এবং শারীরিক সুস্থতার মাধ্যমে বাচিয়ে রেখে মাসব্যাপী সিয়াম সাধনার সুযোগ করে দিয়েছেন।
রহমত মাগফেরাত এবং নাজাত শেষে আমরা আজ আনন্দ চিত্তে পবিত্র ঈদুল ফিতরের দোরগোড়ায় এসে পৌঁছেছি।
রোজাদারদের অফুরন্ত আনন্দের ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি আনন্দ সুখ সমৃদ্ধি এবং সীমাহীন ভালোবাসা এবং সম্প্রীতি। ঈদের আনন্দে আন্দোলিত হোক প্রতিটি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এবং বিশ্বপরিমন্ডল।
আসুন বিত্তশালী যারা আছে তাদেরকে নিয়ম মাফিক যাকাত ফেতরা আদায়ে উদ্ভুদ্ধ করে, ঈদুল ফিতরের আনন্দ উল্লাস ভাগাভাগি করে ধনী গরীব মিলেমিশে একাকার হয়ে যাই। এবং এক কাতারে নামাজ আদায় করে সমস্ত হিংসা বিদ্বেষ ক্রোধ অনাচার ব্যভিচার ভুলে সৌহার্দ্য সম্প্রীতি ও সাম্যের সমাজ ব্যবস্থা গড়ে তুলি।
হে মহান প্রভু সকল রোজাদারদেরকে যথাযোগ্য ভাব গাম্ভীর্য মর্যাদায় ধর্মীয় বিধি বিধান অক্ষুন্ন রেখে পবিত্র ঈদুল ফিতর পালনের তৌফিক দান করুণ। ( আমিন)।
💜💜 শুভেচ্ছান্তে 💜💜
🌾🌾 এম এ মান্নান শেখ 🌾🌾
সাহিত্য প্রেমিক কবি ও সংগঠক,
গুরুদাসপুর নাটোর বাংলাদেশ।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত