দীন মোহাম্মদ দিলরাজ, নিউজ রাইটার: বন্ধ্যাত্বের সর্বাধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই করা সম্ভব। সম্প্রতি রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় দেশের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই কথা বলেছেন। বন্ধ্যাত্বের চিকিৎসায় অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিতে (আইভিএফ) সর্বাধুনিক ওষুধের (জিএনআরএইচ অ্যান্টাগনিস্ট-সেট্রোরেলিক্স) ভূমিকা নিয়ে এ বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের (এফএসএসবি) উদ্যোগে আয়োজিত এ সভার সার্বিক সহযোগিতায় ছিল এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সেট্রোলিক্স-আইভিএফ চিকিৎসায় ইউএসএফডিএ অনুমোদিত বাংলাদেশের প্রথম জিএনআরএইচ অ্যান্টাগনিস্ট সেট্রোরেলিক্স। সভায় মূল বক্তা ছিলেন তানজিম সাবিনা চৌধুরী। তিনি প্রচলিত ও অপেক্ষাকৃত পুরোনো আইভিএফ চিকিৎসার সঙ্গে আধুনিক জিএনআরএইচ অ্যান্টাগনিস্ট (সেট্রোরেলিক্স) প্রটোকলের তুলনামূলক আলোচনা করেন এবং এর সাফল্য তুলে ধরেন। এ ছাড়া তিনি উপস্থিত কনিষ্ঠ (জুনিয়র) চিকিৎসকদের সঙ্গে জিএনআরএইচ অ্যান্টাগনিস্টের (সেট্রোরেলিক্স) ব্যবহারবিধি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন। বন্ধ্যাত্বের সর্বাধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই করা সম্ভব। সম্প্রতি রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় দেশের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই কথা বলেছেন। বন্ধ্যাত্বের চিকিৎসায় অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিতে (আইভিএফ) সর্বাধুনিক ওষুধের (জিএনআরএইচ অ্যান্টাগনিস্ট-সেট্রোরেলিক্স) ভূমিকা নিয়ে এ বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের (এফএসএসবি) উদ্যোগে আয়োজিত এ সভার সার্বিক সহযোগিতায় ছিল এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সেট্রোলিক্স-আইভিএফ চিকিৎসায় ইউএসএফডিএ অনুমোদিত বাংলাদেশের প্রথম জিএনআরএইচ অ্যান্টাগনিস্ট-সেট্রোরেলিক্স। সভায় মূল বক্তা ছিলেন তানজিম সাবিনা চৌধুরী। তিনি প্রচলিত ও অপেক্ষাকৃত পুরোনো আইভিএফ চিকিৎসার সঙ্গে আধুনিক জিএনআরএইচ অ্যান্টাগনিস্ট (সেট্রোরেলিক্স) প্রটোকলের তুলনামূলক আলোচনা করেন এবং এর সাফল্য তুলে ধরেন। এ ছাড়া তিনি উপস্থিত কনিষ্ঠ (জুনিয়র) চিকিৎসকদের সঙ্গে জিএনআরএইচ অ্যান্টাগনিস্টের (সেট্রোরেলিক্স) ব্যবহারবিধি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত