আজিজ, নিজস্ব প্রতিনিধি: কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় দরিদ্রদের মাঝে জননন্দিত নেতা কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান শাহীন আহমেদের সৌজন্যে নগদ অর্থ ও ঈদ উপহার বস্ত্র সামগ্রী বিতরণ করেন হযরতপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল।
পবিত্র ঈদুল ফিতর ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হযরতপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নালের নেতৃত্বে লংকার চর ,মিলকীহাটি,মানিক নগর ,মধুর চর গ্রামে , অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ঈদ বস্ত্র, সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আনোয়ার হোসেন আয়নালের সাথে ছিলেন , হযরতপুর ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাবেক সাধারন সম্পাদক জহিরুল হক জহির , জুলি মেম্বার , ইউনিয়ন কৃষকলীগ এর সাধারন সম্পাদক মিজানুর রহমান এবং এডভোকেট ইসতিয়াক আহমেদ সাবেক ছাত্র নেতা ৷
আনোয়ার হোসেন আয়নাল চেয়ারম্যান সকলের উদ্দেশ্যে বলেন, কেরানীগঞ্জে শাহীন সাহেবের মতো ভালো লোক আছে বলেই আপনারা সুখে শান্তিতে বসবাস করতে পারেন, আপনাদের সুখ দুঃখের ভাগীদার হিসেবে শাহীন আহমেদ কাজ করে যাচ্ছে, আপনারা সবাই যদি ঐক্যবদ্ধভাবে এবারও শাহীন আহমেদকে ভোট দিয়ে বিজয়ী করেন তবে আপনাদের, পাশে থেকে সবাইকে স্বাবলম্বি ভাবে গড়ে তোলা হবে ইনশাল্লাহ।
উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকার লোকজন।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত