কবিতা রাইটার: মুহাম্মদ নুরুল কবির করিমী ।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
কবি লিখেন কবিতা গানে
ছন্দ বর্ণের কলি ,
দ্যোৎনা বাজে শব্দের ভাঁজে
পঙক্তির ডানা মেলি ।
জাগে কল্পনা নিসর্গ আল্পনা
খোলে স্বপ্নের বেলকনি ,
ফুল ফোটায় মরু-সাহারায়
নামে বৃষ্টির রিনিঝিনি ।
চৈত্রের খরায় বৈশাখী বায়
ঝঞ্ঝা-বিক্ষুব্ধ ধরিত্রী ,
শেফালী ফোটে ভ্রমর ছোটে
রচি কবিতার অরিত্রি ।
বসন্ত কালে চামেলী বনে
পুষ্প-মঞ্জরির রোল ,
বাতাস বহে কোকিল গাহে
ফোটে আম্র মুকুল ।
নব পল্লবে বাজে কল্লোলে
পাতার মর্মর ধ্বনি ,
উতাল নদী মাতাল মাঝি
বাইছে নৌকা খানি ।
দেউড়ি চালে কুমড়ো ফুলে
উড়ছে যে প্রজাপতি ,
দেখছি যেন রূপসী হেন
মনোরম দৃশ্য অতি !
গাঁয়ের বধূ কপালে সিঁদু
জলকে নামে ঘাটে ,
ক্ষেত-কামলা মাথায় গামলা
তরকারি নেয় হাঁটে ।
পথে ঘাটে প্রান্তর মাঠে
ধানের সবুজ শীষ ,
নব বসন্তে পুষ্পিত বৃন্তে
অবারিত মঙ্গলাশীষ !
পথের বাঁকে রাখাল হাঁকে
গো-মহিষের পালে ,
রুই কাতলা টেংরা পাবদা
মাতামুহুরীর জলে ।
চাঁদনী রাত তারার সাথ
জ্যোৎস্নার ফুলঝুরি ,
বাতায়ন পাশে দুর্বা ঘাসে
ঝরে শেফালী-মঞ্জরি ।
নদীতে ইলিশ ঝিলে শাপলা
বাঘেরা সুন্দর বনে ,
পতাকা বাঁশে কাঁঠাল গাছে
বিভোর দোয়েলের গানে ।
বাংলার ঘরে আনন্দ ঝরে
খুশীতে আনচান গ্রাম ,
অপরূপ ছবি আঁকছি কবি
বাংলাদেশ তার নাম ।
সোনার বাংলা জাতীয় সঙ্গীত
গাহি ভাই ঐকতানে ,
দুঃখ নাশি আনন্দে হাসি
ভালোবাসি মনে-প্রাণে ।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত