আবদুল মামুন, নিউজ রাইটার: স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় সারা দেশের ন্যায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালাতে আসেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য বিভাগ। এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক একটি ডায়াগনস্টিক সেন্টারে তালা ঝুলিয়ে দৌঁড়ে পালিয়ে যান মালিক। রবিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার কুমিরা বাজারে অবস্থিত একাধিক ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়। লাইসেন্স না থাকায় হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আজ রবিবার দুপুরে কুমিরা বাজারে অবস্থিত একাধিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টার অভিযানের সংবাদ শুনে সেন্টারের মালিক তালা ঝুলিয়ে পালিয়ে যায়। লাইসেন্সবিহীন ওই ডায়াগনস্টিক সেন্টারটি দীর্ঘদিন যাবৎ অনিয়মের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছিল। তাই ওই ডায়াগনস্টিক সেন্টারটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এই ধরণের অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে। অন্যদিকে ইউনিটি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স থাকলেও ব্যবস্থাপনায় নানা ধরনের অনিয়ম দেখা যাওয়ায় দুদিনের মধ্যে তা ঠিক করে নিতে নির্দেশনা দেওয়া হয়। এসময় অভিযানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার বিবি কুলসুম সুমি, মেডিকেল অফিসার ফারহান নাসি সহ প্রমুখ।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত