আবদুল মামুন, নিউজ রাইটার: চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের হেলপার নিহত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, চট্টগ্রামমুখি সবজিবাহী একটি মিনি ট্রাক ভোরে মহাসড়কের শুকলালহাট এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা চট্টগ্রামমুখি আরেকটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমডে-মুচডে গিয়ে ট্রাক চালকের হেলপারের মৃত্যু হয়। নিহতের বাড়ী লক্ষ্মীপুর সদরের চরমনোষা এলাকার মৃত নুর ইসলামের ছেলে বাবুল(১৯)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ বলেন, চট্টগ্রামমুখি সবজিবাহী একটি মিনি ট্রাক ভোরে মহাসড়কের শুকলালহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা চট্টগ্রামমুখি আরেকটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমডে-মুচডে গিয়ে ঘটনাস্থলে ট্রাক চালকের সহকারী নিহত হন। আইনি প্রক্রিয়া শেষে বাবুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত মিনি ট্রাকটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত