কবিতা, রাইটার: এম এ ওয়াজেদ
স্পন্দনহীন অপরিখ্যাত পরিক্লিষ্টতায় চাইনা
মনোহর মনোলোভা রোমান্টিক বর্বর প্রফুল্লতা
স্রোতস্বিনীর নিয়তাচারে সাজাতে চাই জীবনের অধ্যায়
শ্বেত অপরাজিতার মুকুরে তণ্ডকের দণ্ডাঘাত
তত্ত্বজিজ্ঞাসার গরঠিকানায় কূলপ্লাবী চড়কের বাদ্যি ৷
কোমলায়নের চষ্ণুপুটে অচিহ্নিত তিমিরাচ্ছন্ন জলবেষ্টনী
দীপান্বিতা নিরক্ষবলয়ে প্রসভহরণের প্রতিবিম্বিত প্রতিচ্ছায়া
নগ্নতার শাখানদী প্রলোভনের প্রশ্রিত চণ্ডালপনায়
পত্রহরিতের বায়বীয় কোষ কাতরতায় জৌলুসহীন
প্রেমের নষ্ট গোলাপ আদিম বৃন্তমূলে বিলাপ করে ৷
অপরিসর অসভ্যতার আলম্বিত আজন্ম সেবাদাস
কেশবতীর কেশবিন্যাস পণ্যশালার পলায়নি সম্ভাষণ
প্রীণিত মুগ্ধতায় মোড়ক উন্মোচন বিনিন্দিত ভ্রমান্ধের
মৈথুনের শব্দাতীত অদ্ভুত আড়ষ্টতায়
সতীত্বহানির সঞ্চালিত বিপুল আয়োজন
মুক্তবসনের পাষাণভেদী ধ্রুবরেখায় সমাপ্ত হয় ৷৷
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত