রাকিব হোসেন,নিউজ রাইটার:
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই দফায় সংঘর্ষে আহত হন কয়েকজন। এদের মধ্যে ব্যবসায়ী আব্দুল কুদ্দুস (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের পরিবার ও স্বজনদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে। নিহত কুদ্দুস মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের আঁটিপাড়া গ্রামের মৃত মিনাজ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনেরা অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতেই আমার ভাইকে এলোপাতাড়ি কোপানো হয়। পুলিশ ব্যবস্থা নিলে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না।
সিঙ্গাইর থানার শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের এসআই সালাম বলেন, পুলিশের পক্ষে দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, তবে পুলিশের দায়িত্বে কোনো অবহেলা ছিল না।
এ ব্যাপারে সিঙ্গাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে বলেন, পুলিশের দায়িত্বে কোনো অবহেলা থাকলে সেটি খতিয়ে দেখা হবে।
এর পরে নিহত আব্দুল কুদ্দুসের পরিবার, 12 জনের নামে থানায় মামলা করেন। আজ ৫ফেব্রুয়ারি নিহত আব্দুল কুদ্দুসের পরিবার ও আঁটিপাড়া গ্রামের এলাকাবাসী এই নির্মমভাবে হত্যার গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেন।
এলাকাবাসী বলেন এই অভিযুক্ত ১২ জন চাঁদাবাজ, সন্ত্রাসী এরা, প্রায় সময় অটোরিকশা, সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা দাবি করে। এবং এলাকায় কেউ নতুন দোকান দিলে, নতুন বাড়ি করলে,সেখানেও তারা চাঁদা দাবি করে,চাঁদা না দিলে, এমনও অভিযোগ আছে তাদের নামে তারা মার ধরো করে মানুষকে, তাদের এই উপরদপে অতিষ্ঠ এলাকাবাসি তাই এই সন্ত্রাসীদের গ্রেফতার ও ফাঁসির দাবি করে, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের আঁটিপাড়া গ্রামের এলাকাবাসি।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত