খাগড়াছড়ি রামগড়ে আইএফএইসি ব্যাংকের উপ শাখা উদ্বোধন ‘গ্রাহককে সেবায় সাফল্যে ‘আস্থার প্রতিশ্রুতি দিয়ে (৩১ জানুয়ারী) বুধবার দুপুরে হাফেজ শফিং কমপ্লেক্স (পুরাতন কৃষি ব্যাংক ভবন) ২য় তলায় এ উপশাখার ব্যাংকিং কার্যক্রম শুরু করা হয়। উপশাখায় প্রতিবেশী উৎসবের আয়োজন করে আই এফ আই সি ব্যাংক পি এল সি। আজ সারাদিন বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষের উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
উপশাখার আশপাশের ব্যাবসায়িকগণ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ আয়োজন উপভোগ করে।খাগড়াছড়ি উপশাখার ব্যবস্থাপক জয়নাল আবদীন এর সঞ্চালনায় রামগড় শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ৪নং পৌর ওয়ার্ড কাউন্সিলর আহসান উল্ল্যাহ, উপজেলা পরিষদ এর নারী সদস্য ও কাউন্সিলর কনিকা বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস চৌধুরী, রামগড় উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হামিদুর রহমান, রামগড় উপশাখার ব্যবস্থাপক কৌসিফ চন্দ্র দাস সহ রামগড় উপজেলার বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিকবৃন্দ, সুশীল ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত